তানজানিয়ায় বুকোবা অঞ্চলের একটি লেকে ৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আজ রোববার (৬ই নভেম্বর) বুকোবার বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিমানটি আছড়ে পড়ে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, উড়োজাহাজটি তানজানিয়ার সবচেয়ে বড় শহর, দাস এস সালাম থেকে মওয়াানজা হয়ে বুকোবাতে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে। এসময় বুকোবো বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করলে রানওয়ে থেকে ছিটকে পাশের লেকে পড়ে বিধধ্বস্ত হয়। উড়োজাহাজে ক্রুসহ মোট ৪৩ জন যাত্রী ছিল।

স্থানীয়দেও সহযোগিতায় উদ্ধারকর্মীরা ২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এখনো নিখোঁজ রয়েছে ১৭ জন। তাদেও উদ্ধাওে লেকে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তবে কেউ মারা গেছেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উড়োজাহাজটিকে আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া থেকে টেনে তোলার চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।