ইউরোপের সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশ গত বছরের তুলনায় উলে­খযোগ্য হারে বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে প্রায় তিন লাখ আট হাজার অভিবাসী অবৈধ পথে ইউরোপে ঢুকেছে। ফ্রন্টেক্স বলছে এ সংখ্যা গত বছরের তুলনায় ৬৮ শতাংশ বেশি। আর ২০১৬ সালের পর সর্বোচ্চ।

অবৈধ পথে ইউরোপে যারা ঢুকছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্য অভিবাসনপ্রত্যাশী রয়েছেন ইতালিতে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে বলা হয়, এ বছরে নভেম্বর পর্যন্ত ৯৮ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ইতালিতে গেছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া গ্রিস এবং সাইপ্রাসে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ১৭ হাজার করে মোট ৩৪ হাজার।

ফ্রন্টেক্স আরও বলছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালি, স্পেন এবং গ্রিসে পৌঁছেছেন।

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে বাংলাদেশিদের মৃত্যুর খবরও মাঝে মাঝেই আসে। চলতি বছরের জানুয়ারিতেই সাত বাংলাদেশির ঠাণ্ডায় জমে মারা যাওয়ার খবর আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস