এশিয়া কাপ আর্চারিতে মেয়েদের দলগত ইভেন্টে অল্পের জন্য স্বর্ণ জয় হলোনা বাংলাদেশের। ফাইনালে ভারতের কাছে ৫-৪ সেট পয়েন্টে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ফলে অল্পের জন্য সোনা জেতা হলো না তাদের। এবার আপাতত রোপা নিয়েই খুশি থাকতে হলো তোদের।

ইরাকের সুলাইমানিয়াহ শহরে চলমান এশিয়া কাপ আর্চারির স্টেজ টুয়ে  বুধবার (১১ই মে) রিকার্ভ নারী দলগত ইভেন্টে সোনার লড়াইয়ে নামেন দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার।  প্রথম সেটে ৫৩-৫২ পয়েন্টে জিতে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয় সেটে বাংলাদেশের মেয়েরা পেয়েছে ৫০ পয়েন্ট। ভারত ৫৪ পয়েন্ট পেয়ে সমতা ফেরায়। এরপর তৃতীয় সেটও ভারত জিতে নেয় ৫৫-৫১ পয়েন্টে। তবে চতুর্থ সেটটি ৫১-৪৭ পয়েন্টে জিতে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে হার মানে বাংলাদেশ।

এদিকে, মেয়েদের এককে অল বাংলাদেশ ফাইটে বিউটি রায়কে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে দিয়া সিদ্দিকী। অন্যদিকে, ছেলেদের এককের ফাইনালে ভারতের কাছে হেরে রৌপ্য পদক পেয়েছে বাংলাদেশের রোমান সানা।