যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৪ই মে) বিকেলে নিউইয়র্কের বাফোলেতে এই ঘটনা ঘটে। পুলিশ দাবি করেছে, ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
মার্কিন গণমাধ্যম এপি জানিয়েছে,শনিবার বিকেলে বন্দুকধারী শক্তিশালী একটি রাইফেল নিয়ে সুপার মার্কেটে প্রবেশ করে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। অন্তত ১০জন নিহত হয়েছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
হামলার কারণ এখনো জানা যায়নি। সিসিটিভি ক্যামেরার ছবি দেখে পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, হামলাকারী মাথায় হেলমেট পড়া ছিলো। এই বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবে নিউইয়র্ক পুলিশ।
এদিকে, এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হুচুল। আপাতত ওই এলাকায় না যেতে নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।