সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আজাদি মার্চকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদ প্রবেশে বাধা দেয়ায় লাহোরসহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে খান সমর্থকদের তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এর আগে সরকারের পদত্যাগ ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে আজাদি মার্চের ডাক দেন দলটির চেয়ারম্যান ইমরান খান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের সবচেয়ে বড় রাজ্য হলো পাঞ্জাব। এখান থেকেই ইমরানের দল আজাদি মার্চ শুরু করেছে। তবে মহাসড়কে বাধা তৈরি করায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইমরানের সমর্থকরা। এসময় পুলিশ রাজ্যটির কয়েকটি জেলায় কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরে শত শত পিটিআই সদস্যকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। বিক্ষোভ মিছিলের জন্য বিভিন্ন পয়েন্টে জড়ো হচ্ছিল তারা। কিন্তু বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে।
মঙ্গলবার পাকিস্তানের সরকার ইমরান খানের মার্চকে নিষিদ্ধ করে। কারণ পিটিআইয়ের সমর্থকদের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ ওঠেছে। দলের এক সদস্যের বাড়িতে পুলিশের তল্লাশির সময় ওই ঘটনা ঘটে।
এদিকে পিটিআই দাবি করেছে, আজাদি মার্চকে সামনে রেখে পাঞ্জাবপ্রদেশে এক হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।