প্রেমিক স্যাম আসগারিকেই বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। তবে এই বিয়ের আসরেই ঘটেছে এক অনাকাঙ্খিত ঘটনা। অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন প্রথম স্বামী জেসন। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে অনেকটা গোপনেই ঘনিষ্ঠ কিছু বন্ধু স্বজন এবং তারকার উপস্থিতিতে বিয়ে সারেন ব্রিটনি ও স্যাম। তবে বিয়ের আসরে হুট করে হাজির হন তার প্রথম স্বামী জেসন আলেকজান্ডার। এরপর শুরু করেন হৈ চৈ। ফলে বিয়ের পার্টি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল।

পরিস্থিতি বেগতিক থেকে ব্রিটনির পরিবারের সদস্যরা ফোন দেয় পুলিশকে। পরে পুলিশ এসে আলেকজান্ডারকে গ্রেপ্তার করায় রক্ষা পায় বিয়ের অনুষ্ঠান। একটি ভিডিওতে দেখা গেছে, জেসন বিয়ে বাড়ির মধ্যে হেঁটে হেঁটে ব্রিটনিকে খুঁজছেন আর বলছেন, ‘ব্রিটনি আমার প্রথম স্ত্রী, আমার একমাত্র স্ত্রী’। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে সরিয়ে নেয় জেসনকে।

এর আগে বিয়ের আসরের নিরাপত্তা কর্মীদের সঙ্গে ঝামেলায় জড়ান ব্রিটনির সাবেক স্বামী। ওই ঝামেলায় ভাঙচুরও করেন তিনি। শৈশবের বন্ধু জেসনকে ব্রিটনি বিয়ে করেছিলেন ২০০৪ সালে। সে সময়ের তাদের দাম্পত্য জীবন টিকেছিল মাত্র ৫৫ ঘণ্টা!