বাবা-মা হলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। শুক্রবার (৭ নভেম্বর) সকালে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। ৪২ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাট। এটি তাদের প্রথম সন্তান। এমন খুশির খবর সামনে আসতেই বলিউডে শুরু হয়েছে অভিনন্দনের ঢল।

ইনস্টাগ্রামে পোস্টে ক্যাটরিনা ও ভিকি কৌশল লিখেছেন, আমাদের আজ আনন্দের দিন। আমরা আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানিয়েছি। ওই পোস্টের সঙ্গে তারা একটি আবেগী ছবি শেয়ার করেছেন।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে হয়েছিল ২০২১ সালের ৯ ডিসেম্বর, রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনে। বিয়ের পর থেকেই তাঁদের প্রেম, একসঙ্গে ভ্রমণ ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত বারবার খবরের শিরোনাম হয়েছে।

গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে দম্পতি জানিয়েছিলেন, তাঁরা প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন। সেই ঘোষণার পর থেকেই বলিউডজুড়ে চলছিল নানা জল্পনা—কবে আসছে ‘ভিকি–ক্যাট’ দম্পতির ঘরে নতুন অতিথি।

কিছুদিন আগেই মুম্বাইয়ে এক যুবা সম্মেলনে উপস্থিত হয়ে ভিকি কৌশল প্রকাশ্যে বলেছিলেন, ‘আমি শুধু বাবা হওয়ার জন্য অপেক্ষা করছি। এটা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।’ তিনি আরও বলেন, ‘এখন আমার বাইরে বের হতে মন চায় না। যতটা পারি, সময় কাটাতে চাই বাড়িতেই—কারণ এই সময়টা আর ফিরে আসবে না।’

ভিকির ভাই অভিনেতা সানি কৌশলও সংবাদমাধ্যমে জানিয়েছিলেন তাঁদের পরিবারের আনন্দের কথা। তিনি বলেছিলেন, ‘এটা আমাদের সবার জন্য অসীম সুখের খবর। আমরা সবাই খুশি, তবে একটু নার্ভাসও আছি। সবকিছু যেন সুন্দরভাবে হয়, সেটাই প্রার্থনা।’

বলিউডের এই আলোচিত দম্পতির জীবনে এসেছে নতুন আলো—ক্যাটরিনা ও ভিকি এখন তাঁদের পুত্রসন্তানকে ঘিরেই নতুন জীবনের প্রথম অধ্যায় শুরু করেছেন।