স্প্যানিশ লা লিগায় জয়ের দেখা পেয়েছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

শনিবার রাতে রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে, সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

বর্তমান চ্যাম্পিয়নদের জয়ের রূপকার দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। তবে জয় পেতে রীতিমতো ঘাম ঝড়াতে হয়েছে রিয়ালকে।

নবম মিনিটেই ভিনিসিয়াসের গোলে এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোসরা। দাভিদ আলাবার বাড়ানো বল দারুণভাবে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য দীর্ঘায়িত হয়নি রিয়ালের। ১৭তম মিনিটে সের্হিয়ো ক্যানালাসের গোলে সমতা ফেরায় বেতিস। তবে ৬৫ মিনিটে করা রদ্রিগোর গোলে জয় ছিনিয়ে নেয় রিয়াল।

এদিকে, সেভিয়াকে তাদের মাঠেই কোনো পাত্তা দেয়নি উড়তে থাকা বার্সেলোনা। ম্যাচের ২১তম মিনিটে রবার্ট লেভানডস্কির চিপ গোললাইন থেকে ফেরান সেভিয়ার মিডফিল্ডার ফের্নান্দো। তবে কাছেই থাকা রাফিনিয়া হেডে বার্সেলোনার হয়ে নিজের প্রথম গোল করেন।

প্রথম গোলে অবদান রাখা লেভানডস্কি নিজের গোল করেন ৩৬তম মিনিটে। জুলিয়াস কুন্দের বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে চমৎকার শটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বার্সা। এবার গোল করেন ডিফেন্ডার এরিক গার্সিয়া। বাকি সময়ে দুই দলই বেশকিছু আক্রমণ করেছে, তবে গোলের দেখা মেলেনি।

টানা চার জয়ে ১২ পয়েন্ট হলো শীর্ষে থাকা রিয়ালের। অন্যদিকে একটি ড্র করা বার্সেলোনার পয়েন্ট ১০। নয় পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল বেটিস।