উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্বদেশী ক্লাব নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। গতকাল (বুধবার) রাতে জিউসেপ মেজায় এসি মিলানের হয়ে জয়সূচক গোলটি করেন ইসমায়েল বেননাসের।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তিন ইতালিয়ান ক্লাব, ইন্টার মিলান, এসি মিলান আর নাপোলি। ইন্টার মিলান প্রতিপক্ষ হিসেবে পর্তুগালের বেনফিকাকে পেলেও ড্রতে সরাসরি দেখা হয়ে যায় এসি মিলান আর নাপোলির। তাই ম্যাচটিতে বিশেষ নজর ছিল ফুটবলপ্রেমীদের।

এবার দারুণ ফর্মে থাকা নাপোলি ম্যাচে আধিপত্য বিস্তার করবে এমনটাই প্রত্যাশা ছিল। হয়েছেও তাই। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই মিলান রক্ষণে হানা দেয় নাপোলি। তবে ফ্রাঙ্কেও নেওয়া শট চলে যায় ডি বক্সেও বাইরে দিয়ে। এরপর ১২তম মিনিটে জেলেনস্কির শট আটকে দেন মিলান গোলরক্ষক। ২৩তম মিনিটে জেলেনস্কির নেওয়া শট চলে যায় গোলবারের উপর দিয়ে।

মিনিট দুয়েক পর পাল্টা আক্রমণে যায় এসি মিলান। রাফায়েল লিওর শট লক্ষ্যে থাকলেও পরাস্ত করতে পারেনি নাপোলি গোলরক্ষককে। এরপর ৪০ মিনিটে ব্রাহিম দিয়াজ আর ইসমায়েলের বোঝাপড়ায় দারুণ এক গোলে এগিয়ে যায় মিলান।

পিছিয়ে পড়া নাপোলি দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বাড়ায়। ৫১তম মিনিটে লরেনজোর নেওয়া হেড ঠেকান মিলান গোলরক্ষক। ৬৮তম মিনিটে ফ্রাঙ্ক জাম্বোর শট ফিরে আসে গোলবারে লেগে। মিনিট তিনেক পর মিলানের অলিভার জিরুড সহজ সুযোগ হাতছাড়া করেনি।

৭৪তম মিনিটে ম্যাচ নেয় নতুন মোড়। ফ্রাঙ্ক জাম্বো দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর দুই দলই আর উলে­খ্যযোগ্য কোনো আক্রমণ করতে পারেনি। তাতে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান। যদিও গোটা ম্যাচে এসি মিলানের ১২ আক্রমণের জবাবে ১৬টি আক্রমণ করেছিল নাপোলি।

১-০ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে আগামী সপ্তাহে নাপোলির মাঠে খেলতে যাবে এসি মিলান।