রাজকীয় ভঙ্গিমায় মহাশূন্যে উন্মোচিত হল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। আইসিসি জানিয়েছে, ভূপৃষ্ঠের এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। যা বিশেষ প্রযুক্তির মাধ্যমে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবতরণ করেছে। এ মাঠেই বিশ্বকাপ ফাইনাল হবে।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্ট্রাটোস্ফেরিক বেলুনের মাধ্যমে মহাশূন্যে নিয়ে যাওয়া হয়েছিল বিশ্বকাপ ট্রফি। এর মাধ্যমে এবার ট্রফি ট্যুরের উদ্বোধন করা হয়েছে। ট্রফিটি পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় ৯৯.৫ শতাংশ অতিক্রম করেছিল। সবমিলিয়ে পৃথিবী থেকে প্রায় ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল সেটি। যেখানে তাপমাত্রা ছিল প্রায় মাইনাস ৬৫ ডিগ্রি সেলসিয়াস।
আইসিসি আরও জানিয়েছে, আগামী অক্টোবর-নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ট্রফিটির ছবি তোলা হয়েছ ফোরকে ক্যামেরার মাধ্যমে। মহাশূন্য ভ্রমণ শেষে সেটিকে ফিরিয়ে আনা হয়েছে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর ট্রফিটি ঘুরে আসবে ১৮টি দেশ। ২৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত ভারতের বিভিন্ন শহরে ঘুরবে এটি। ১৪ জুলাই পর্যন্ত চলবে প্রথম ধাপের সফর।
বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসবে আগামী ৭ আগস্ট, থাকবে ৯ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ ছাড়াও এবার ট্রফিটি কুয়েত, মালয়েশিয়া, বাহরাইন, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, বাহরাইন, উগান্ডা, ফ্রান্স এবং ইতালির মতো দেশে নেওয়া হবে। আগামী ৪ সেপ্টেম্বর ট্রফিটি ফিরে যাবে আয়োজক দেশ ভারতে।
কবে বিশ্বের কোন দেশে থাকবে বিশ্বকাপ ট্রফি?
১) ২৭শে জুন থেকে ১৪ই জুলাই: ভারত।
২) ১৫ই জুলাই থেকে ১৬ই জুলাই: নিউজিল্যান্ড।
৩) ১৭ই জুলাই থেকে ১৮ই জুলাই: অস্ট্রেলিয়া।
৪) ১৯শে জুলাই থেকে ২১শে জুলাই: পাপুয়া নিউগিনি।
৫) ২২শে জুলাই থেকে ২৪শে জুলাই: ভারত।
৬) ২৫শে জুলাই থেকে ২৭শে জুলাই: আমেরিকা।
৭) ২৮শে জুলাই থেকে ৩০শে জুলাই: ওয়েস্ট ইন্ডিজ।
৮) ৩১শে জুলাই থেকে চৌঠা আগস্ট: পাকিস্তান।
৯) ৫ই আগস্ট থেকে ৬ই আগস্ট: শ্রীলঙ্কা
১০) ৭ই আগস্ট থেকে ৯ই আগস্ট: বাংলাদেশ।
১১) ১০ই আগস্ট থেকে ১১ই আগস্ট: কুয়েত।
১২) ১২ই আগস্ট থেকে ১৩ই আগস্ট: বাহারিন।
১৩) ১৪ই আগস্ট থেকে ১৫ই আগস্ট: ভারত।
১৪) ১৬ই আগস্ট থেকে ১৮ই আগস্ট: ইতালি।
১৫) ১৯শে আগস্ট থেকে ২০শে আগস্ট: ফ্রান্স।
১৬) ২১শে আগস্ট থেকে ২৪শে আগস্ট: ইংল্যান্ড।
১৭) ২৫শে আগস্ট থেকে ২৬শে আগস্ট: মালয়েশিয়া।
১৮) ২৭শে আগস্ট থেকে ২৮শে আগস্ট: উগান্ডা।
১৯) ২৯শে আগস্ট থেকে ৩০শে আগস্ট: নাইজেরিয়া।
২০) ৩১শে আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকা।