মোট ১১৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজি। তিন এয়ারলাইন্সের ১১৫টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১০১জন। হজ পোর্টালের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।
তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ১১৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪৫টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৬টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৪টি।
অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০১ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৭৭জন পুরুষ ও ২৪ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮৫ জন, মদিনায় ৫ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, আরাফায় ২ জন এবং মুজদালিফায় ১ জন।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।