রাশিয়ায় সেতু ভেঙে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় ৭জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। শুক্রবার (১০ মে) জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

রুশ তদন্তকারী কমিটি জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গে বাস দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে ছয় জন। ওই বাসে ২০ জনের মতো যাত্রী ছিল। সেতু ভেঙে বাসটি নদীতে পড়ে যাওয়ার পরই ডুবে যায়। এরপরই উদ্ধারকর্মীরা এটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালায়। ওই সেতুর পাশে উদ্ধারকারীদের নৌকা এবং অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বাসটি আচমকা দিক পরিবর্তন করে এবং সেতুর রেলিং দিয়ে বিধ্বস্ত হয়ে পানিতে প্রায় সম্পূর্ণ ডুবে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পথচারীরা পানিতে ঝাঁপ দিয়ে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে। রুশ জরুরি সেবা মন্ত্রণালয় বলেছে, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শেষ হয়েছে।

দুর্ঘটনার কারণ জানা না গেলেও জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালককে আটক করেছে পুলিশ।