যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ বিলিওর্ড এসোসিয়েশন অফ ফ্লোরিডা (বিবিএএফ) এর আয়োজনে শেষ হলো পুল টুর্নামেন্ট। রোববার (৩ আগস্ট) দিনব্যাপী গ্রোভার্স ২.০ ১২২ উত্তর মিলিটারি ট্রিল #সি, ওয়েস্ট পাম বিচ এ অনুষ্ঠিত এই পুল টুর্নামেন্টে অংশ নেয় ৩২ জন খেলোয়াড়।

এবারের আসরে ফ্লোরিডা অঙ্গরাজ্যসহ টেক্সাস এর বাংলাদেশি প্রবাসীরা অংশগ্রহণ করে। আয়োজনে সাবের সাইফুল্লাহ লিপু সভাপতি, সাধারণ সম্পাদক রায়হান শাহ সাইমন, মঈন রাব্বী, অনিক।

সকাল ১০ টায় প্রতিযোগী শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। দুপুর ২ টা আধা ঘণ্টা বিরতির পর দ্বিতীয় রাউন্ডে উঠে আসাদের শুরু হয় শিরোপা লড়াইয়ের।

প্রতিযোগীতায় ইশতিয়াক চৌধুরী প্রথম স্থান, ইফতেখার খান সুমন দ্বিতীয় ও অমিতাভ আফজাল তৃতীয় স্থান অধিকার করেন।

আগামী বছরের জুন-জুলাই আবার তৃতীয় বছরের টুর্নামেন্ট আয়োজনের আশা প্রকাশ করেন আয়োজক কমিটি। এবারে ৩২ জন অংশগ্রহণকারীর থেকে বেশী খেলোয়াড় উপস্থিতি নিয়ে বেশ জমকালো একটা টুর্নামেন্ট বাঙালিদের মধ্যে উপহার দিবেন বলে আশা ব্যক্ত করেন আয়োজক মঈন রাব্বী।

বাংলাদেশ বিলিয়ার্ড অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা (বিবিএএফ) এর আয়োজনে আজকের স্বাধীনতা পুল টুর্নামেন্টে এর মিডিয়া পার্টনার এফবি টিভি ও এফবি নিউজ ২৪৭.কম।