চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে শাখতার। ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেন ওলেক্সান্দর জুভকভ। রিয়ালের হয়ে গোলটি করেন আন্টোনিও রুডিগার। শাখতার দোনেৎস্কের বিপক্ষে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েও প্রথমার্ধে একটি বলও জালে জড়াতে পারেনি দলটি। বিরতির পর গোল পায় শাখতার। তবে শেষদিকে গিয়ে রোমাঞ্চ জাগিয়ে গোল শোধ দেয় রিয়াল।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে তেমন আক্রমণের সুযোগ দেয়নি শাখতার। তারপরও প্রথমার্ধে দারুণ দুইটি সুযোগ তৈরি করে স্প্যানিশ ক্লাবটি। ৩৬তম মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে রদ্রিগোকে পাস দেন বেনজেমা। বক্সে কয়েকজন ডিফেন্ডারকে পরাস্ত করে গোলপোস্টের বাইরে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চার মিনিট পর ভালভার্দের বুলেট গতির শট ঠেকিয়ে দেন শাখতার গোলরক্ষক।
বিরতির পর খেলতে নেমেই গোলের দেখা পায় শাখতার। মিখাইলিছেনকোর ক্রস বক্স থেকে দারুন শটে লক্ষ্যভেদ করেন জুভকভ। এরপর বেশ কয়েকটি আক্রমণ শানায় রিয়াল। তবে শাখতারের রক্ষণদেয়াল ভেদ করা কষ্টসাধ্য ছিল রিয়ালের জন্য। যোগ করা সময়ে গিয়ে শেষ পর্যন্ত গোল পায় ক্লাবটি। টনি ক্রুসের দারুণ এক ক্রস থেকে লক্ষ্যভেদ করেন রুডিগার।