যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গতকাল অনুষ্ঠিত হয়ে গেলো পাম বিচ গ্ল্যাডিয়েটরস এর এনুয়াল ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল। টুর্নামেন্টে অংশ নেয় ছয়টি দল।
ফাইনালে উঠে বেংগল টাইগার্স ও পাম বিচ গ্ল্যাডিয়েটরস ব্লু দল।
বেংগল টাইগার্স ৫৬ রানে হারায় পাম বিচ গ্ল্যাডিয়েটরস ব্লু দলকে। ফাইনালে ম্যান অফ দি ম্যাচ হন বেংগল টাইগার্স এর ক্যাপ্টেন জুনায়েল।
আর ম্যান অফ দি টুর্নামেন্ট হন মারুফ ইসলাম (মিম)।
বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন পাম বিচ গ্ল্যাডিয়েটরস এর প্রেসিডেন্ট নাজমুল হক। পি জি এ ন্যাশনাল পার্ক এ টুর্নামেন্টের সব গুলো খেলা আয়োজন করা হয়।