সাংবাদিক, প্রতিরক্ষা কর্মকর্তা, ব্যবসায়ীসহ ১২১ জন অস্ট্রেলিয়ান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

অস্ট্রেলিয়ার এবিসি নিউজ, সিডনি মর্নিং হেরাল্ড, স্কাই নিউজ এবং নাইন নেটওয়ার্কের বেশ কয়েকজন সাংবাদিক এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল অ্যাঙ্গাস ক্যাম্পবেল, বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব লিজ হেইস, স্ট্যান গ্রান্ট এবং অ্যান্ড্রু বোল্টসহ বেশ কয়েকজন উর্ধ্বতন কূটনীতিকের নাম রয়েছে এ তালিকায়।

এর আগে  যুক্তরাজ্যের বেশ কয়েকজন সাংবাদিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, নিষেধাজ্ঞার তালিকায় থাকা সাংবাদিকেরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ডনবাসের ঘটনা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একতরফা তথ্য প্রচারের সঙ্গে জড়িত।