ইরানের শিরাজ শহরে একটি মাজারে বন্দুকধারীদের হামলায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। রোববার (১৩ই আগস্ট) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
তাসনিম নিউজ এজেন্সি জানান, দুই বন্দুকধারী শাহ চেরাগ মাজারে ঢোকার চেষ্টা করে এবং তারা দর্শনার্থীদের লক্ষ্য করে বন্দুক হামলা চালায়। এই ঘটনায় এক হামলাকারীকে আটক করা হয়েছে এবং একজন পালিয়ে গেছে।
এই মাজারেই গত বছরের অক্টোবরে হামলা হয়েছিল। সেই হামলার দায় স্বীকার করেছিল আইএস। ওই হামলায় প্রাণ হারান ১৩ জন। তবে রোববারের হামলায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, ইরানের সিরাজ শহর হলো তীর্থযাত্রা ও পর্যটনের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এর আগে ২০০৮ সালের এপ্রিল মাসে এই ধরনের হামলা হয়েছিল। সেসময় একটি মসজিদে পেতে রাখা বোমায় ১৪ জন নিহত হয়েছিলেন।