মেক্সিকোর সমুদ্র সৈকতে আট চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নৌকা ডুবিতে তাদের মৃত্যু হয় । খবর সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মরদেহগুলো ওক্সাকার সমুদ্র সৈকতে পাওয়া যায় । আর এ রুটটি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী পৌঁছানোর পথ হিসেবে বিবেচিত হয় ।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার একটি নৌকা গুয়াতেমালার সীমান্তবর্তী মেক্সিকোর চিয়াপাস রাজ্য থেকে যাত্রা শুরু করেছিল। এতে চালকসহ ৯জন যাত্রী ছিলেন। নৌকাটি পরিচালনা করছিলেন মেক্সিকোর একজন নাগরিক। ধারণা করা হচ্ছে, নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুর্ঘটনায় এন নারীসহ ৮ চীনা নাগরিকের মৃত্যু হয়।
ওক্সাকা কর্তৃপক্ষ জানিয়েছে, প্লায়া ভিসেন্টে শহরের সমুদ্র সৈকত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা সবাই অবৈধ অভিবাসন প্রত্যাশী।
সম্প্রতি মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা বেড়েই চলেছে। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ৬৩ লাখ অভিবাসী অবৈ