পাকিস্তানে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।
গতকাল রোববার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামে একটি দলের সমাবেশ চলাকালে ওই হামলায় আহত হয়ে আরও অন্তত ২০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তামাধ্যম আল-জাজিরা। রোববার ওই হামলার পরপর আহতদের স্থানীয় তিমরগাড়া ও পেশোয়ারে স্থানান্তর করা হয়।
প্রাদেশিক পুলিশ এক বিবৃতিতে জানায়, আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিস্ফোরক জ্যাকেট এর সাহায়্যে উক্ত সমাবেশের মঞ্চের কাছে বিস্ফোরণ ঘটায় যেখানে দলের বেশ কয়েকজন জেষ্ঠ্য নেতা বসেছিলেন। আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠী এই হামলা ঘটিয়ে থাকতে পারে বলেও প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বিদেশি গণমাধ্যমগুলোকে ৪৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকিস্তান সরকারের এই মন্ত্রী বলেন, ‘এটা ছিল একটি আত্মঘাতী বোমা হামলা। হামলাকারী সমাবেশ মঞ্চের কাছাকাছি অবস্থান করছিল।’
হামলায় নিহতদের মধ্যে জেইউআই-এফ দলের তহসিল খারের আমির জিয়াউল্লাহ জানও রয়েছেন। বাজাউর জেলার সরকারি এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বোমা হামলার পর রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান আখতার হায়াত খান গণমাধ্যমগুলোকে জানিয়েছেন, শক্তিশালী ওই বোমা হামলায় ১০ কেজির মতো বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল। পুলিশের তদন্ত চলছে, দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
অপরদিকে, বাজাউর জেলাসহ আশপাশের হাসপাতালগুলোয় ‘জরুরি অবস্থা’ জারি করা হয়েছে। আশঙ্কাজনক রোগীদের হেলিকপ্টারযোগে পেশোয়ারসহ অন্যান্য হাসপাতালগুলোয় স্থানান্তর করা হচ্ছে।