মহান বিজয় দিবস ২০২২ উজ্জাপনে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফ মায়ামী। এ উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ২০২২ (শুক্রবার) সন্ধ্যা ৬.৩০ টায় কনস্যুলেট প্রাঙ্গণে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ফ্লোরিডাতে বসবাসরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানানো যাচ্ছে। এছাড়া বিজয়ের মাস উপলক্ষ্যে মিশন প্রাঙ্গণে মাসব্যাপী সীমিত পরিসরে একটি স্মারক খাম ও ডাকটিকিট (মহান মুক্তিযুদ্ধ সংক্রান্ত) প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদ আর লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি জাতি পেয়েছে স্বাধীন বাংলাদেশ। জাতীয় পর্যায়ে নানান আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীরা বিজয় উৎসব উদযাপন করবে।