যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামী এলাকায় যাত্রা শুরু করলো প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বাংলাদেশ কনস্যুলেট। বিজয়ের ৫০ বছর ও মুজিববর্ষে বিজয়ের দিনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কনস্যুলেটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ফ্লোরিডাসহ আটটি স্টেটের প্রবাসী বাংলাদেশিরা এই কনস্যুলেটের সেবা গ্রহণ করতে পারবেন।

ফ্লোরিডায় প্রথম বাংলাদেশি সরকারি অফিস হলো বাংলাদেশ কনস্যুল জেনারেল অফ মায়ামী। এক অনুষ্ঠানে আগামী ফেব্রুয়ারি থেকে কনস্যুলেট সেবা সংক্রান্ত সকল কার্যক্রম চালুর সম্ভাবনার কথা জানিয়েছেন মিশনের প্রধান ইকবাল আহমেদ।

এদিকে, মায়ামীতে কনস্যুলেট স্থাপন করায় আওয়ামী লীগ সভাপতি এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফ্লোরিডায় বসবাসকারী সর্বস্তরের প্রবাসীরা। এফবিটিভি ও এফবিনিউজ এর পক্ষ থেকেও আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া ফ্লোরিডায় বসবাসরত  সকল বাঙালিদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় সংবাদ মাধ্যম দুটির উদ্যোক্তারা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দূতাবাস এবং নিউ ইর্য়ক ও লস অ্যাঞ্জেলসে কনস্যুলেট অফিস আছে। ৫০টি স্টেটের বিশাল দেশ যুক্তরাষ্ট্র, সেজন্য এই তিন জায়গা থেকে প্রতিনিধিত্ব করা অনেক কঠিন। বিভিন্ন স্টেটে বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের যে কোন সেবার জন্য ছুটে যেতে হতো এই তিনটি স্থানে।

বর্তমানে ফ্লোরিডায় ৪০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। ফ্লোরিডায় বিভিন্ন দেশের ৮১টি কনস্যুলেট অফিস আছে। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডার দূরত্ব ১৫০০ কিলোমিটার। ফলে নতুন কনস্যুলেট স্থাপন করায় যারপরনেই খুশি প্রবাসীরা।