বাজার নিয়ন্ত্রণে এক মাস বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। এতে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (০৯ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে আলুবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। এখন পর্যন্ত তিন ট্রাকে ৬৯ টন আমদানি হয়েছে। ভারতের পল ট্রেডিং প্রতিষ্ঠান এসব আলু রফতানি করেছে। দেবনাথ ভান্ডার আমদানি করেছে। এর আগে সর্বশেষ ৬ ফেব্রুয়ারি আলু আমদানি হয়েছিল।
আমদানিকারকরা জানান, গতমাসে ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ার পর দেশের বাজারে ব্যাপক দাম কমে যায়। তাই লোকসানের আশঙ্কায় বন্ধ ছিল আমদানি। সম্প্রতি রমজানকে সামনে রেখে আবারও দাম বাড়তে শুরু করেছে। ফলে দেশের বাজারে পণ্যটির দাম নিয়ন্ত্রণে রাখতে আবারও আমদানি শুরু হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের ।
এর আগে আমদানির অনুমতি (আইপি) পাবার পর তেসরা ফেব্রুয়ারি থেকে আলু আমদানি শুরু হয় এ বন্দর দিয়ে। কিন্তু আলু আমদানির শুরু হলে দেশের বাজারে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা দাম কমে যায়। ফলে লোকশানের মুখে পড়তে হয় আমদানিকারকদের।
হিলি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি প্রকৌশলী ইউসুফ আলী জানান, দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে গত পহেলা ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রনালয়। হিলি বন্দরের ৫২ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পায়। এরপর তেসরা ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানি শুরু করেন আমদানিকারকেরা।
পানামা হিলি পোর্ট লিংক লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বলেন, আজ ভারতীয় ৩টি ট্রাকে ৬৯ মেট্রিক টন আলু ভারত তেকে হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে আলুগুলো দেশের বিভিন্ন মোকামে নিয়ে যাবেন আমদানিকারকেরা।
এদিকে হিলি বাজারে দেখা যায়, গত এক সপ্তাহ আগে দেশীয় আলু খুচরা পর্যায়ে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে এখন সেই আলু ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।