কাগজে কলমে এখনও জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। তবে দুদিনের মধ্যেই তিনি সাবেক হয়ে যাবেন। ইতোমধ্যে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে তাকে, করা হয়েছে ৪৮ ঘণ্টার সাসপেন্ড। এই সময়ের পরই তাকে বরখাস্ত করা হবে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গতকাল মঙ্গলবার জরুরি ভিত্তিতে এক সংবাদ সম্মেলনে নতুন কোচের নামও ঘোষণা করেন তিনি। এই ঘোষণার সাথে সঙ্গতি রেখে আজ বুধবার সকালেই ঢাকায় পৌছে গেছেন নতুন কোচ ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ফিল সিমন্স।

প্রাথমিকভাবে  প্রধান কোচের দায়িত্ব দিয়ে বিসিবি ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে  আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করেছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্র¯ুতিতে দলের সঙ্গে যোগ দিতে আজ ঢাকায় আসলেন সিমন্স।

এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ  তাকে কোচ হিসেবে ঘোষণা করে বলেন, ‘তিনি হচ্ছেন এক ওয়েস্ট ইন্ডিয়ান। বেশ কয়েকটি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, ফিল সিমন্স। তিনি ওয়েস্ট ইন্ডিজে দুই মেয়াদে হেড কোচ ছিলেন আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তানের।’

‘ভাবতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বাইরে কোনো বিগ নেম নাই। তিনি কোচ এবং তার ট্র্যাক রেকর্ড খুব ভালো। তিনি অনেকগুলো ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কাজ করেছেন। পাকিস্তানে এখনও কাজ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে মেজর লিগে কাজ করেছেন। মোটামুটি সমৃদ্ধ তার ক্যারিয়ার। বুঝতে হবে এটা আমাদের অন্তর্র্বতীকালীন সময়, লম্বা সময়ের জন্য না। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই প্রাথমিক চুক্তিটা।’ যোগ করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১১ বছর খেলেছেন সিমন্স। ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ক্যারিবীয়দের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন সাবেক এই ব্যাটিং অলরাউন্ডার। ২০০৪ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। এক বছর জিম্বাবুয়ের কোচের দায়িত্ব পালন করেন তিনি। দুই দফায় ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব সামলানো সিমন্স আয়ারল্যান্ড ও আফগানিস্তানের প্রধান কোচের পদেও ছিলেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।