আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের জন্য এবার সুখবর বয়ে আনলেন তরুণ মাহিউল রেজা। গত সপ্তাহে তিনি অর্জন করেন বুল্লিভার এওয়ার্ড। গত চার বছরের মধ্যে ইউএসএফ তানেজা কলেজ অব ফার্মেসিতে এবং ইউএসএফ হেলথে দক্ষতা দেখানো একজন শিক্ষার্থীকে এই এওয়ার্ড দেয়া হয়। সম্প্রতি তানেজা কলেজ অব ফার্মেসিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ তুলে দেয়া হয়।

মাহিউল রেজা টাম্পায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা থেকে সম্প্রতি ডক্টর অব ফার্মেসিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এর আগে তিনি বায়োমেডিক্যাল সায়েন্সেস এ ব্যাচেলর ডিগ্রি নেন। মাহি ফ্লোরিডার ডেল্যান্ডে বসবাসকারী কনক রেজা ও সাজেদা রেজার একমাত্র ছেলে। তাদের একমাত্র মেয়ে মাদিহা রেজা এবছর ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ব্যাচেলর অব বায়োমেডিক্যাল এ ভর্তি হয়েছেন। কনক রেজা দম্পতি ছেলেমেয়ের আরো সাফল্যের জন্য সবার দোয়া চেয়েছেন।